আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের হামলায় ৩ জন হাসপাতালে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ ,২৬ আগস্ট, ২০২০ | আপডেট: ১২:১৩ পূর্বাহ্ণ ,২৭ আগস্ট, ২০২০
ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের হামলায় ৩ জন হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি।। ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের হামলায় যুবক সহ ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলার সদর উপজেলার আলিপুর ইউনিয়নে কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দেরসূত্রে জানাগেছে, কোমরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ (৩২) এর সঙ্গে গ্রাম পুলিশ জামাল খানের ছেলে ইকলাজ খানের কোমরপাড়া তিন রাস্তার মোড় সহিদের দোকানের সামনে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতা হাতিতে গড়ায়। পরবর্তীতে, গ্রাম পুলিশের ছেলে বাড়ী ফিরে গিয়ে সঙ্গবদ্ধ হয়ে নুরুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে ঘরে থাকা আসবাব পত্র ভাংচুর করে।

এ হামলায় আবুল কালাম আজাদ (৩২), নুরুল ইমলাম (৫৫), কালামের স্ত্রী ফাতেমা বেগম (২০), কালামের মা নাছিমা গুরুত্বর আহত হয়। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

comments