আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর কালকিনির উত্তর রমজানপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ ,১৯ আগস্ট, ২০২০ | আপডেট: ১০:৪১ অপরাহ্ণ ,২২ আগস্ট, ২০২০
মাদারীপুর কালকিনির উত্তর রমজানপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক-২

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী স্কোয়াড কামান্ড সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ১৮ আগস্ট-২০২০ মঙ্গলবার বিকেল ৫.টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন উত্তর রমজানপুর গ্রামে অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে উক্ত র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।

মাদারীপুর র‌্যাব জানায়, আটককৃতদের মধ্যে- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের আতাবর বেপারীর ছেলে সজল বেপারী (২০) কে ১৫০পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। অপরজন, একই উপজেলার ক্রোকিরচর গ্রামের হায়দার মীরের ছেলে নাজমুল মীর (২৯) কে ১০৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।

ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments