ফরিদপুর ভাংগা হতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ ,১৫ আগস্ট, ২০২০ | আপডেট: ১১:৫২ অপরাহ্ণ ,১৫ আগস্ট, ২০২০
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ ,১৫ আগস্ট, ২০২০ | আপডেট: ১১:৫২ অপরাহ্ণ ,১৫ আগস্ট, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ আগষ্ট-২০২০ শুক্রবার রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মুনসুরাবাদ বাস স্ট্যান্ডস্থ মেসার্স ওমর ফারুক ও জুবায়ের ডেকোরেটরের সামনে অভিযান পরিচালনা করে ২৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
অঅটককৃতরা হলো, ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ভারই ডাঙ্গা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আকাশ শেখ (২০) এবং নগরকান্দ উপজেলার দফা গ্রামের মৃত আঃ মান্নান ফকিরের ছেলে মোঃ কামাল ফকির (৪০)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।