মাদারীপুর র্যাবের অভিযানে বিয়ার ও দেশি/বিদেশী মদসহ আটক-১
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ ,১২ আগস্ট, ২০২০ | আপডেট: ১:০৬ পূর্বাহ্ণ ,১৪ আগস্ট, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ১১ আগস্ট ২০২০ রাত সোয়া ১০.টার দিকে মাদারীপুর জেলার ডাসার থানাধীন দর্শনা গ্রামে অভিযান পরিচালনা করে বিয়ার ও দেশী/বিদেশী মদসহ মধুসদর দে (৪৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
এসময় আটককৃত আসামীর নিকট হতে দুই কার্টুনে সর্বমোট ৪৪টি বিয়ারের বোতলে ১৪.৫২০ লিটার বিদেশী মদ (বিয়ার) এবং ২১ বোতলে সর্বমোট ১৩.১২৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃত মধুসদর দে (৪৫), মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম দর্শনা গ্রামের মৃত মাধব চন্দ্র দে’র ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত দেশী ও বিদেশী মদসহ মাদারীপুর জেলার ডাসার থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার ডাসার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের হতে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় দেশী/বিদেশী মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল, রাতে র্যাবের হাতে আটক হয়েছে।