কোতয়ালী হতে গাঁজাসহ ১ ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ১ আসামী আটক
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ ,২৬ জুলাই, ২০২০ | আপডেট: ১০:২৫ অপরাহ্ণ ,২৮ জুলাই, ২০২০
স্টাফ রিপোর্টার।। ৪৯০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রিত ৫২০০/-টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে এবং মাদক মামলার ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামী কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
২৬ জুলাই-২০২০ রোববার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ফরিদপুর নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রিত ৫২০০/-টাকা সহ মোঃ দুলাল মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আব্দুল আহাদ শেখ (২৫) কে আটক করা হয়।
আটককৃত মোঃ দুলাল মিয়া, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার রথখোলা গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে। এবং একই জেলা ও উপজেলার গুহলক্ষীপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে আব্দুল আহাদ শেখ (২৫)। সে সদর সিআর-৮২/১৫, থানা রিসিভ নং- ১৫৫/২০ এর মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামী মোঃ দুলাল মিয়ার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল আহাদ শেখকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় জিডি মূলে জমা করা হয়।