আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ ,২২ জুলাই, ২০২০ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ণ ,২২ জুলাই, ২০২০
রাজবাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক

রাজবাড়ী প্রতিনিধি।। ১০০৫ (এক হাজার পাঁচ) পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহ (২৫) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল।

আটককৃত মোহাম্মদ শাহ- মিয়ানমার দেশের বছিদহ জেলার মুন্ডু উপজেলার পাদগুনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। (বর্তমান ঠিকানাঃ-সাং-জামতলী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার)।

ফরিদপুর র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান যে- ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন রোহিঙ্গা দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট ইয়াবা পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। সে এখন রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আহলাদীপুর গ্রাম এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত)  সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে ২১ জুলাই-২০২০ মঙ্গলবার রাত পৌনে ১১.টার দিকে রাজবাড়ী জেলা সদরের আহলাদীপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Comments

comments