রাজবাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ ,২২ জুলাই, ২০২০ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ণ ,২২ জুলাই, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। ১০০৫ (এক হাজার পাঁচ) পিস ইয়াবাসহ মোহাম্মদ শাহ (২৫) নামের এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল।
আটককৃত মোহাম্মদ শাহ- মিয়ানমার দেশের বছিদহ জেলার মুন্ডু উপজেলার পাদগুনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। (বর্তমান ঠিকানাঃ-সাং-জামতলী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার)।
ফরিদপুর র্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান যে- ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন রোহিঙ্গা দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট ইয়াবা পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। সে এখন রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আহলাদীপুর গ্রাম এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে ২১ জুলাই-২০২০ মঙ্গলবার রাত পৌনে ১১.টার দিকে রাজবাড়ী জেলা সদরের আহলাদীপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।