দ্রব্য মূল্যের তালিকা না থাকার অপরাধে ৪মুদির দোকানদারকে জরিমানা
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ ,১১ মে, ২০২০ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ণ ,১১ মে, ২০২০
স্টাফ রিপোর্টার।। দোকানে দ্রব্য মূল্যের তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪ মুদিদোকানদারকে জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমান আদালত।
*মেসার্স মুছা ষ্টোর মুদির দোকানদার বিশ্বানাথ সাহা (৫৫) কে ৫ হাজার টাকা, *শ্যামল ষ্টোর মুদির দোকানদার শ্যামল পাল (৪০) কে ৫ হাজার টাকা, *মৃধা ষ্টোর মুদির দোকানদার মোঃ কাওছার মৃধা (৩০) কে ৩ হাজার টাকা, *মিলন ষ্টোর মুদির দোকানদার মোঃ মিলন হোসেন (২৬) কে ৩ হাজার টাকা সহ সর্বমোট ১৬,০০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পটুয়াখালী র্যাব-৮ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ১১ই মে-২০২০ সোমবার সকাল ১০.টা হতে দুপুর ১.টা পর্যন্ত পটুয়াখালীর সদর ও দুমকি থানা এলাকায় অভিযান পরিচালনাকালে- ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অমিত রায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮/৪২ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন।