ফরিদপুরে ৪ ইট ভাটা হতে ৪ জন আটক।। মোবাইল কোর্ট কতৃক কারাদন্ড
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ ,১২ মে, ২০১৮ | আপডেট: ১:২১ পূর্বাহ্ণ ,১৩ মে, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। ফরিদপুরে ৪টি ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ দূষনের দায়ে ৪ জনকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ হাসান আলীর নেতৃত্বে ১২ মে-১৮ শনিবার দুপুর ১.টা হতে ২.টা পর্যন্ত ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা সংলগ্ন বেড়ীবাদ এলাকায় RPB ইট ভাটা, MPA ইট ভাটা, MMB ইট ভাটা এবং MZM ইট ভাটায় অভিযান পরিচালনা করে যথাক্রমে পুঠরামকান্তপুর গ্রামের শেখ লাল মিয়ার ছেলে আঃ লতিফ(৫৫), পালডাঙ্গী গ্রামের রিয়াজদ্দিন খানের ছেলে মোস্তাক আহমেদ(৫৫), আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মোঃ আলা উদ্দিনের ছেলে মোঃ সালা উদ্দিন(২৮) ও রঘুনন্দনপুর গ্রামের মৃতঃ জিন্নাত আলী শেখের ছেলে মোঃ মোজাফ্ফর হোসেন সর্ব উপজেলা কোতয়ালী ও জেলাঃ ফরিদপুরদেরকে আটক করা হয় ।
আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ পারভেজ মল্লিক, শাকিলা বিনতে মতিন এবং মোঃ রাকিব্জ্জুামান এর উপস্থিতিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা লংঘনের দায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।