আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে নারী সাংবাদীকের উপর ঠিকাদার নাসির বাহীনীর হামলা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ ,১১ মার্চ, ২০২০ | আপডেট: ৬:০৪ অপরাহ্ণ ,১১ মার্চ, ২০২০
মাদারীপুরে নারী সাংবাদীকের উপর ঠিকাদার নাসির বাহীনীর হামলা

মাহফুজুর রহমান বিপ্লব-ফরিদপুর সংবাদদাতা।।  মাদারীপুরে নারী সাংবাদিক সাবরীন জেরিন (২৫) ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন (৩৬) এর উপর হামলা চালিয়েছে ঠিকাদার নাসিরের সন্ত্রাসী বাহিনী।

১০ মার্চ-মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর এলজিইডি অফিসে এ ঘটনা ঘটে।

সাবরিন জেরিন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর মাদারীপুর জেলা প্রতিনিধি ও স্টাফ রির্পোটার এবং তার স্বামী আব্দুল্লাহ আল মামুন পত্রিকাটির ব্যুরো প্রধান হিসাবে কর্মরত আছেন।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত স্বামী-স্ত্রী দুইজনই মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আবদুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে জানান- পত্রিকায় টেন্ডার বিজ্ঞাপন প্রকাশের জন্য মাদারীপুর এলজিইডি অফিসের ইউডি নাসির উদ্দীন মঙ্গলবার সন্ধ্যায় আমার স্ত্রীকে ফোন করে অফিসে ডাকেন। অফিসে যাওয়ার পর তিনি বিজ্ঞাপন না দিয়ে আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, অকথ্য ভাষায় গালাগাল ও অশ্লীল আচরণ করে। স্ত্রীর ফোন পেয়ে আমি এলজিইডি অফিসে গেলে নাসির উদ্দীনের নেতৃত্বে ১০/১৫ জন ঠিকাদার আমাকে এবং আমার স্ত্রী কে মারপিট করে।

এ সময়, আমার স্ত্রীর তলপেটে ৭/৮টি লাথি, কিলঘুষি, চড়থাপ্পড় ও চুল ধরে টানাহেঁচড়া করে। বেধড়ক মারপিটে আমার স্ত্রী গুরুতর আহত হয়। তিনি আরো জানান- মারধরের সময় নাসির উদ্দীন বলেন ‘তুই কিসের সাংবাদিক ? তোদের মত কত সাংবাদিকে আমার জীবনে অনেক মেরেছি। কেউ আমার কিছু করতে পারেনি। তুই যা পারিস তাই করিস’। এসময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের জীবন রক্ষা করে।

এ ঘটনায়, মাদারীপুর সদর থানা ওসি কামরুল ইসলাম মিঞা জানান- এ ঘটনায় থানায় মামলা করেছেন আহত সাংবাদিক সাবরীন জেরিনের স্বামী আবদুল্লাহ আল মামুন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম-সম্পাদক সাংবাদিক নেতা মোঃ সাজ্জাদ হোসেন সাবরিন জেরিনের উপর হামলার এমন দুঃখজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন- সাংবাদিকের উপর এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি সরূপ। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে মাদারীপুরে কর্মরত সাংবাদিকরাাও অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Comments

comments