আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কতৃক গাঁজাসহ ৫ সিদ্ধিসেবী আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ ,৬ মে, ২০১৮ | আপডেট: ৫:১১ অপরাহ্ণ ,৬ মে, ২০১৮
ফরিদপুর র‌্যাব কতৃক গাঁজাসহ ৫ সিদ্ধিসেবী আটক

নিজস্ব প্রতিনিধি ।। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৬ মে-১৮ রোববার দুপুর সাড়ে ১২.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন মাদক সেবী ১। শেখ মৃদুল (১৯), পিতা- মৃত শেখ ফরিদ, সাং- লালন নগর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ২। মোঃ আজিজুল মুন্সী (২২), পিতা- আঃ ছালাম মুন্সী, সাং- বিলনালিয়া, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর ৩। নাজমা বেগম (৩০), স্বামী- মোঃ খোকন শেখ, সাং- রথখোলা, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ৪। মোঃ আল আমিন বিশ্বাস (২৪), পিতা- মোঃ আকামত, সাং- গ্রামবাড়িয়া, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ, ৫। মোঃ আরাফাত রহমান (২৫), পিতা- মজিবুর রহমান, সাং- আলিপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ।
এ সময় প্রত্যেকের নিকট হতে আনুমানিক ১০০ গ্রাম করে সর্বমোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমানের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ (১) এর ৭/ক ধারা মোতাবেক আটককৃতদের প্রত্যেককে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । উদ্ধারকৃত গাঁজা সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয় ।

Comments

comments