পাংশায় কেমিক্যাল, রং ও ময়দা দিয়ে গুড় তৈরীর কারখানা ধ্বংস
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০২০
পাংশা সংবাদদাতা।। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল গুড়ের কারখানার সন্ধান পেয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সেনেটারী ইন্সেপেক্টর সূর্য কুমার প্রামানিক, পাংশা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর মোঃ তৈয়বুর রহমান, আনছার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ভেজাল গুড় কারখানা থেকে ৩৫ মন গুড় জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে রং কেমিক্যাল, ও ময়দা দিয়ে গুড় তৈরীর অপরাধে মাধব চন্দ্র পাল নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর অধিনে মাধব চন্দ্র পাল-কে এক জনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে ৩৫ মন ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে।
কারাদন্ড প্রাপ্ত মাধব চন্দ্র পাল- পাংশা পৌরসভা এলাকার মৈশালা পালপাড়া গ্রামের জীবন চন্দ্র পালের ছেলে।
২৩ জানুয়ারি-২০২০ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর পাংশা পৌর শহরের সরদার বাসষ্ঠ্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।