আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর হতে এক ভূয়া র‌্যাব আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ ,২০ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১১:২৩ অপরাহ্ণ ,২২ জানুয়ারি, ২০২০
মাদারীপুর হতে এক ভূয়া র‌্যাব আটক

স্টাফ রিপোর্টার।। ভূয়া র‌্যাব পরিচয় দিয়ে বিভিন্ন লোকের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সক্রিয় সদস্য মানিক মোল্লা (৩২) কে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮। এসময় তার নিকট হতে ভূয়া র‌্যাব সেজে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি ও ৩টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলা নেতৃত্বে ২০ জানুয়ারি-২০২০ সোমবার রাত আনুমানিক সারে ৮.টার দিকে মাদারীপুর জেলার সদর থানাধীন ইটেরপুল জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- মাদারীপুর জেলা সদরের দত্ত কেন্দুয়া গ্রামের অজেদ মোল্লান ছেলে।

ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মানিক মোল্লা (৩২) ভূয়া র‌্যাব পরিচয় দিয়ে গত ১১-০১-২০২০ইং খ্রিঃ তারিখে বরিশাল গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের মৃত মফিজ উদ্দিন সরদারের ছেলে মোঃ আনোয়ার সরদার (৪০) এর একটি জটিল সমস্যা সমাধানের প্রলোভন দেখিযে তার নিকট হতে প্রায় ২০ (বিশ) হাজার হাতিয়ে নেয়। উক্ত ঘটনার বিষয়টি ভিকটিম মোঃ আনোয়ার হোসেন র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পকে অবহিত করেন এবং ভূয়া র‌্যাব পরিচয়ের প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতারের সহায়তা কামনা করেন। তদপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রমাদারীপুর র‌্যাব তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাংলাদেশ পেনাল কোড এর ৪১৯ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments