মাদারীপুর কাঠপট্টি বাজার হতে ইয়াবাসহ আটক-১
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ ,১৭ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,১৮ জানুয়ারি, ২০২০
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ ,১৭ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,১৮ জানুয়ারি, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ১৬ জানুয়ারি-২০২০ বৃহস্পতিবার রাত সোয়া ৯.টার দিকে মাদারীপুর জেলার সদর থানাধীন কাঠপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ মোঃ শাহজালাল আকন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত ব্যক্তি- মাদারীপুর জেলা সদরের পূর্বরাস্তি গ্রামের মৃত আলী আকবর আকনের ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।