আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কারেন্ট জালসহ ১ জন আটক ও এক বছর জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ ,৫ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ণ ,৬ জানুয়ারি, ২০২০
কারেন্ট জালসহ ১ জন আটক ও এক বছর জেল

স্টাফ রিপোর্টার।। সরকারী নিষিদ্ধ ২০০ কেজি কারেন্ট জাল জব্দসহ মোঃ শাহাবুল হাওলাদার (৪০) নামের এক কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদের নেতৃত্বে ৫ জানুয়ারী-২০২০ রোববার বিকাল ৪.টা ২০ মিঃ দিকে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দক্ষিণ রনগোপালদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তি, ওই গ্রামেরই মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।

এ সময়, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদ্জ্জুামান আটক ব্যবসায়ীকে সরকারী নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারা লঙ্গন করায় একই আইনের ৫ (২) (খ) ধারা মোতাবেক আসামীকে ১ (এক) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। কারেন্ট জাল সমুহ পুড়িয়ে ধ্বংস করা হয়।

Comments

comments