আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধীকে ‘শহীদ’ উল্লেখ করায় বিক্ষোভ ও দৈনিক সংগ্রামের সম্পাদক আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ ,১৫ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৩৭ অপরাহ্ণ ,১৫ ডিসেম্বর, ২০১৯
যুদ্ধাপরাধীকে ‘শহীদ’ উল্লেখ করায় বিক্ষোভ ও দৈনিক সংগ্রামের সম্পাদক আটক

জনতার মেইল।। যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় সংবাদ প্রকাশ করায় পত্রিকা অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এসময় পত্রিকা কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়েছে। এরপরই দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

                                                                    

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন- ‘যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলার মাধ্যমে তারা দেশের শহীদদের অবমাননা করেছে। দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। আমরা চাই সরকারিভাবে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হোক। আমরা পত্রিকার মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।’ পত্রিকার সম্পাদক আবুল আসাদকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, ‘বিজয়ের মাসে একজন রাজাকার, দেশদ্রোহী কাদের মোল্লাকে সংগ্রাম পত্রিকা শহীদ অভিহিত করে সংবাদ প্রকাশ করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে এখানে এসেছি। একই কাজের জন্য পত্রিকার সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

Comments

comments