মাদারীপুর র্যাব কর্তৃক ইয়াবাসহ আটক-১
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৫:৫০ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৫:৫০ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে- ২৭ নভেম্বর-১৯ বুধবার রাত ১০.টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মিলন বেপারী (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। এ সময়, তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি সিমসহ ১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের মোঃ আব্দুর রব বেপারীর ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।