মাদারীপুর র্যাব কতৃক ইয়াবাসহ আটক-১
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৮:০৮ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৯
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৮:০৮ অপরাহ্ণ ,২০ নভেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ১৭২ পিস ইয়াবাসহ মোঃ সুজন বেপারী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রিত নগদ-৪৫০/টাকা, ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ১৯ নভেম্বর-১৯ মঙ্গলবার রাত আনুমানিক সারে ১০.টার দিকে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার উত্তর ডামুড্যা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি- শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সিড্যা গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।