আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ লক্ষ ৫৫ হাজার টাকা অর্থদন্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ ,১৪ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৫০ অপরাহ্ণ ,১৪ নভেম্বর, ২০১৯
পটুয়াখালীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ লক্ষ ৫৫ হাজার টাকা অর্থদন্ড

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১৪ নভেম্বর-১৯ বৃহস্পতিবার দুপুর সারে ১১.টা হতে হতে দুপুর ১.টা পর্যন্ত পটুয়াখালী জেলার সদর উপজেলার কলাতলা এলাকায় “জাহানারা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার”এ আভিযান পরিচালনা করে একটি অভিযানিক দল।

এ সময়,অনুমোদনবিহীন ভাবে হসপিটাল পরিচালনা করা,অপ্রতুল ও মানহীন চিকিৎসা সরঞ্জামাদি ব্যবহার,ডায়াগনস্টিক রিপোর্ট পূর্ব থেকেই প্রস্তত করে রাখাসহ বিভিন্ন ধরণের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে উক্ত হসপিটালকে  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম সর্বমোট মোট ২ লক্ষ ৫৫ হাজার টাকা অর্থদন্ড ধার্য করেন।

এসময় পটুয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার সুমন কুমার বালা, জেলা সেনেটারী পরিদর্শক মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন।

Comments

comments