আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কর্তৃক ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের ১ সদস্য আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ ,২৫ অক্টোবর, ২০১৯ | আপডেট: ৪:০৮ অপরাহ্ণ ,২৬ অক্টোবর, ২০১৯
ফরিদপুর র‌্যাব কর্তৃক ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের ১ সদস্য আটক

স্টাফ রিপোর্টার।। বিকাশ  প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ রুবেল মাতুব্বর (৩০) কে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে ফরিদপুর র‌্যাব।

এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল সেট, ৫২টি সীমকার্ড ও ১৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

২৪ অক্টোবর-১৯ বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি- ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মিয়াপাড়া গ্রামের মোঃ দেলোয়ার মাতুব্বরের ছেলে।

ঘটনার বিবরনে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্য বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর (বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে। প্রতারক চক্রের সদস্য দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জনতার মেইলকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে। ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তাকে আটক করে।

তিনি আরো জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে। এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

Comments

comments