আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৭৫বোতল ফেনসিডিলসহ দর্শনা থেকে আগত ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ ,২০ অক্টোবর, ২০১৯ | আপডেট: ১১:০৪ অপরাহ্ণ ,২০ অক্টোবর, ২০১৯
৭৫বোতল ফেনসিডিলসহ দর্শনা থেকে আগত ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজ্জ্বল চক্রবর্তী।। বিষেশ কায়দায় পোষাকের ভিতর বহনকৃত ৭৫ বোতল ফেনসিডিলসহ দর্শনা থেকে আগত ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  রাজবাড়ী ডিবি পুলিশের একটি অভিযানিক দল।

১৭ অক্টোবর-১৯ বৃহস্পতিবার কালুখালী থানাধীন দূরর্গাপুর গ্রামস্থ  রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দীর্ঘ সময় ওতপেতে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা আনন্দবাড়ী গ্রামের মোছাঃ নাজমা খাতুন (৩৮) ও মোছাঃ কহিনুর বেগম (৪০)

এ বিষয়ে, রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওমর শারিফ জনতার মেইলকে জানান- রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান স্যারের সার্বিক তত্বাবধানে ও আমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments