ফরিদপুর র্যাব কতৃক ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৯:১৮ অপরাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ৯৭ পিস ইয়াবাসহ মোঃ আবুল বাশার (৩৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব।
২৬ সেপ্টেম্বর-১৯ বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন রামকান্তপুর গ্রাম হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রামকান্তপুর গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সহকারি পরিচালক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জনতার মেইলকে জানান, ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ফরিদপুর জেলার ভাংগা থানা সহ ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রিয় করে থাকে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার ভাংগা থানায় হস্তান্ত করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা প্রক্রিয়াধীন আছে।