আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ ,২৩ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৪৬ অপরাহ্ণ ,২৫ সেপ্টেম্বর, ২০১৯
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২

উজ্জ্বল চক্রবর্ত্তী।। ২৬পিস ইয়াবাসহ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের নাজিম সেখের ছেলে সজল সেখ (২৩) কে ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়া বাড়ী গ্রামের ওহিদুজ্জামানের ছেলে ইমরান (১৯) কে ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

২৩ সেপ্টেম্বর-১৯ সোমবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অংকুর ভট্টাচার্য্য, এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স বেরুলী এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিচ ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এঘটনায় এসআই অংকুর ভট্টাচার্য্য বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে এবং আসামীদেরকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments