দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ ,২৬ আগস্ট, ২০১৯ | আপডেট: ৯:৫৯ অপরাহ্ণ ,২৮ আগস্ট, ২০১৯
গোয়ালন্দ সংবাদদাতা।। দৌলতদিয়ার যৌনপল্লী থেকে তিন নারীসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
ছিনতাই মামলা দায়েরে প্রেক্ষিতে ২৬শে আগষ্ট-১৯ সোমবারের দিন তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নীলফামারী সদর উপজেলার জোড়পাকুরি গ্রামের মোঃ খাদেমেরর মেয়ে ও দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সাথী আক্তার (৩৫), কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেগড়িয়া গ্রামের মৃত ইমারত হোসেনের মেয়ে লাবনী বেগম (৪০), জামালপুর সদর উপজেলার পাতালিয়া মৃধাবাড়ি গ্রামের মৃত আফছার আলীর মেয়ে চম্পা বেগম (৪৫), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডলের পাড়া গ্রামের মৃত ফটিক শেখের ছেলে কছিমদ্দিন শেখ (৫০), কদম ফকিরের ছেলে আঃ রহিম ফকির (৫৪)ও আখের শেখের ছেলে আঃ হক শেখ (৪২)।
গেয়ালন্দ থানা পুলিশ জানায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মজিবর রহমান মোল্লার ছেলে মওদুদ মোল্লা (২৭) ও তার বন্ধু মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার রাম নগর গ্রামের আঃ খালেকের ছেলে রমজান আলী (৩০) রোববার দিনগত রাত ১০.টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে যায়। এসময় গ্রেফতারকৃত আসামীরা তাদের দু’জনকে মারধর করে মোট ৬১ হাজার ৬৭ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের অনুরোধে ৫ হাজার টাকা ফেরত দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায়, মওদুদ মোল্লা সোমবার গোয়ালন্দ ঘাট থানায় এসে ছিনতাই মামলা দায়ের করলে পুলিশ ওই ৬ ছিনতইকারীকে গ্রেফতার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।