ফরিদপুর র্যাব কতৃক ইয়াবাসহ আটক-২
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ ,১০ আগস্ট, ২০১৯ | আপডেট: ১১:০১ অপরাহ্ণ ,১০ আগস্ট, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ২১ পিস ইয়াবা দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব। এ সময়, তাদের নিকট হতে ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে- ৯ আগষ্ট-১৯ শুক্রবার রাত সারে ৯.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চর-চাঁদপুর বাজারস্থ বিসইমল্লাহ্ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলো- ফরিদপু জেলার কোতয়ালী উপজেলার চতর সেনপাড়া গ্রামের মৃত মন্টু শেখের ছেলে মোঃ ওবাইদুল শেখ (২০) ও খালিশপুর গ্রামের মৃত নবুয়াত খন্দকারের ছেলে মোঃ ইকবাল খন্দকার (২০)।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্ত করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা প্রক্রিয়াধীন আছে।