দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন/পাল্টা-পাল্টি হামলা ও মামলা
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ ,৩০ জুলাই, ২০১৯ | আপডেট: ১০:৩৫ অপরাহ্ণ ,৩১ জুলাই, ২০১৯
নিজস্ব প্রতিনিধি।। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও আনারস মার্কার গণসংযোগকালিন উভয় গ্রুপের মুখো-মুখীতে নৌকা মার্কার লোকজন কতৃক আনারসের লোকের হ্যান্ডমাইক কেরে নেওয়াকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পারষ্পারিক অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।
নাম প্রকাশে অনেচ্ছুক বিভিন্ন প্রত্যাক্ষদর্শির নিকট থেকে জানাযায়,প্রথমে নৌকা মার্কার লোকজন আনারসের মিছিলের লোকের হ্যান্ডমাইক কেরে নেয়। তার হট্টগোল বেধে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বাধে।
দৌলতদিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোয়ালন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডলের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে কৃষক লীগের নেতাকর্মীদের উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রহমানের লোকজনদের হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়েছে।
রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন (গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-২১, তারিখ-২৪/০৭/২০১৯ ইং, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬-২/১১৪ দঃ বিঃ)।
মামলায় আসামী করা হয়েছে- দৌলতদিয়া ইউনিয়নের লোকমান শেখ চেয়ারম্যানের পাড়ার মৃত ফজের মন্ডলের ছেলে আব্দুর রহমান মন্ডল (৪০),সে- দৌলতদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (আনারস)ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি। ১নং ব্যাপারী পাড়ার কুদ্দুস মোল্লার ছেলে হারুন মোল্লা (২৮), আব্দুর রহমান মন্ডলের ভাগ্নে জাহাঙ্গীর (২৬)(প্রার্থীর ভাগ্নে), ৪নং ওয়ার্ডের (দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড সংলগ্ন) মৃত শাজাহানের ছেলে রাজীব (২৬), আমজাদ মোল্লার ছেলে আসাদুল মোল্লা (২২), বেলায়েতের ছেলে সাইফুল (৩০), আতর আলী মন্ডলের ছেলে সাঈদ মন্ডল (৩৫), কাশেম ফকিরের ছেলে কাওছার ফকির (২৫),ওয়াকিল শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২৭), মিজান ফকিরের ছেলে রিমন ফকির (২১),হাবী মন্ডলের ছেলে আরিফ মন্ডল (২০),মোস্তফা মন্ডল (২০), হারুন অর রশিদের ছেলে রিমন শেখ (২৩), গফুর মোল্লার ছেলে আলমাছ মোল্লা (২০),ওলি মন্ডলের ছেলে ইমন মন্ডল (২১), জোনাব আলীর ছেলে চাঁদ আলী (২২), অনিক খানের ছেলে লাবলু খান (২৪), ৬নং ওয়ার্ডের নুকু’র ছেলে জুয়েল (২৮), মৈশে আলাই’র ছেলে রানা (২৭), মোহনের ছেলে ইউসুফ (৩২) ও সাত্তার সরদারের ছেলে মহিউদ্দিন সরদার (৩২)সহ অজ্ঞাতনামা ৫০/৬০জন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৩শে জুলাই বেলা ১১.টার দিকে আবুল কালাম আজাদসহ কৃষক লীগের নেতাকর্মীরা দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী এনজিও কেকেএসের অফিসের সামনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ করছিলেন। এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমানের নেতৃত্বে উল্লেখিতরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, ককটেল ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় আবুল কালাম আজাদসহ কৃষক লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর আবুল কালাম আজাদ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
অপরদিকে, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও দৌলতদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের উপরও হামলার ঘটনায় আব্দুর রহমান মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন (গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-২৪, তারিখ-২৫/০৭/২০১৯ইং, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬-২/১১৪ দঃ বিঃ)।
এই মামলায় আসামী করা হয়েছে- দৌলতদিয়া ইউপির আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দৌলতদিয়া বাজার এলাকার মৃত এলেম মন্ডলের ছেলে নূরুল ইসলাম মন্ডল ওরফে নূরু মন্ডল (৪০), ২নং ব্যাপারী পাড়ার সামাদ ব্যাপারীর ছেলে হাবিবুর রেজা টুটুল (৩৮),আনু সরদারের ছেলে আফজাল সরদার (২৪), মজিদ শেখের পাড়ার মঙ্গল সরদারের ছেলে তপু সরদার (৪৫),নূরু মন্ডলের ভাই আমজাদ মন্ডল (৪৬)দৌলতদিয়া বাজারের জাহেদ মোল্লার ছেলে জুলহাস মোল্লা (৩৩),কাটাখালীর আজিজ চৌধুরীর ছেলে আসাদ চৌধুরী (৩৫), মজিদ শেখের পাড়ার দাউদের ছেলে আশরাফ হোসেন (২৭), নূরু মন্ডলের পাড়ার শুকুর আলী শেখের ছেলে নজরুল ইসলাম (৪৮),দেওয়ানপাড়ার মধু মোল্লার ছেলে হাই মোল্লা (৪০), হাই মোল্লার ছেলে মেহেদী হাসান রুবেল (২৪), সোহরাব মন্ডলের পাড়ার আমজাদ মন্ডলের ছেলে আজিজুল মন্ডল (২৩),উজ্জল মন্ডল (২৬), শফির ছেলে শাহিনুর রহমান (২৩),বরকত সরদারের পাড়ার কুব্বাত মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩২), মানিক মোল্লা (৩৩), কুমড়াকান্দির গিয়াস উদ্দিনের ছেলে ফরিদ (৩৮), জনাব আলী বক্সের ছেলে হাবিবুর রহমান হাবিব (৩২),ওমর আলীর পাড়ার শহিদ মোল্লার ছেলে শামিম মোল্লা (২৬),আনা খাঁর ছেলে মনি খাঁ (৩২), আব্দুল হালিমের ছেলে খলিলুর রহমান (৩২),গেঁদার ছেলে নূর ইসলাম (৩৫),উম্বার সরদারের ছেলে সুলতান সরদার (৩৫),কিয়ামদ্দিন পাড়ার হারু সরদারের ছেলে আলামিন সরদার (২২),রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালার মৃত আব্দুল জব্বারের ছেলে আবুল কালাম আজাদ (৪০), দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়ার হমেশ সিকদারের ছেলে সাঈদ সিকদার (৩৫), যদু ফকিরের পাড়ার আকের আলী সরদারের ছেলে কুব্বাদ আলী সরদার (৪০), ফকির পাড়ার হারু মৃধা (৪০), সিরাজ খাঁর পাড়ার মফিজ উদ্দিন খাঁর ছেলে জব্বার খাঁ (৪৫), যতীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে শ্যামল কুমার বিশ্বাস (৩৫), শামছু মাস্টারের পাড়ার মৃত শামছু মাস্টারের ছেলে টোকন মন্ডল (৩৫),দুলাল সরদারের ছেলে জব্বার সেখের ছেলে নিজাম সেখ (৩৫),বাচ্চু সেখ (২৮), সোনাউল্লা ফকিরের পাড়ার নূর খাঁর ছেলে ফুল খাঁ (৪২) এবং বরকত সরদারের পাড়ার আসগসরদারের ছেলে লালমিয়া (৪০)সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন।
এ পর্যন্ত মামলা দুটির কোন আসামী গ্রেফতার হয়নি।
উল্লেখ্য,ভোট গ্রহনের হওয়ার কথা ছিল ২৫/৭/২০১৯ ইং তারিখ। কিন্তু , বন্যার কারণে গত ২৩শে জুলাই রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।