আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর র‌্যাব কর্তৃক ভাঙ্গা হতে ইয়াবাসহ ১ জন আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ ,১৫ জুলাই, ২০১৯ | আপডেট: ১২:০৮ পূর্বাহ্ণ ,১৬ জুলাই, ২০১৯
মাদারীপুর র‌্যাব কর্তৃক ভাঙ্গা হতে ইয়াবাসহ ১ জন আটক

স্টাফ রিপোর্টার।। ১১২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ শামীম মোল্লা (৩৩)কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। এ সময়, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে- গত ১৩ জুলাই-১৯ইং শনিবার আনুমানিক রাত পৌনে ১০.টার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন কাপুরা সদরদী তুলার মিল বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক বাক্তি, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রায়পাড়া সদরদী (কারিগরপাড়া)গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

এ বিষয়ে,মাদারীপুরের র‌্যাব জনতার মেইলকে জানায়- স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

আরো জানায়- ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments