আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ ,১১ মার্চ, ২০১৯ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ণ ,১৩ মার্চ, ২০১৯
রাজবাড়ীর গোয়ালন্দে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর গোয়ালন্দে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধুকে শাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে ওই গৃহবধুর দেবর ও শাশুরির বিরুদ্ধে।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য ১১ মার্চ-১৯ সোমবার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পঠিয়েছেন। অভিযুক্ত শ^শুরির নাম পারভীন বেগম ও দেবরের নাম পারভেজ শেখ। তাদের বাড়ি উপজেলার পূর্ব উজানচর হাজি দুদুখার পাড়া গ্রামে।

গৃহবধু- গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর হাজি দুদুখার পাড়ার প্রবাসী ইব্রাহিমের স্ত্রী।

গৃহবধু শারমিনের বাবা উজানচর ইউনিয়নের চর কর্নেশন গ্রামের সিদ্দিক শেখ অভিযোগ করেন, শারমিনের শাশুরি ও দেবর মিলে তাকে গলা টিপে শাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে। প্রায় ৭ বছর আগে দুদুখান পাড়ার সাহেব আলীর ছেলে ইব্রাহিমের সাথে তার মেয়ের বিয়ে হয়। জামাই তাকে খুব ভালোবাসত। তারা একে অপরকে পছন্দ করে বিয়ে করে বলে শশুর বাড়ির লোকজন শারমিনকে স্বাভাবিক ভাবে মেনে নেয়নি। ৩ মাস আগে ইব্রাহিম বিদেশে চলে যায়। তখন আমরা তাকে ৫৫ হাজার টাকা দিয়ে সহযোগিতাও করি। কিন্তু ইব্রাহিম বিদেশ যাওয়ার পর থেকে তারা শারমিনের উপর নির্যাতন বাড়িয়ে দেয়। ঘটনার আগের দিন শনিবারও তাকে শারীকিক ভাবে নির্যাতন করে শাশুরি ও দেবর।

এ ব্যাপারে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীকারী কর্মকর্তা এসআই শহর আলী জানান, লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments