রাজবাড়ীর বহরপুরে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ ,৫ মার্চ, ২০১৯ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ণ ,৫ মার্চ, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয় অভিযান চালিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
৫ মার্চ-১৯ মঙ্গলবার দুপুরে উপজেলার বহরপুর বাজারের এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে বহরপুর বাজারে অভিযান পরিচালনা করে- ‘মুনমুন বেকারী’কে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করার দাযে ৪২ ধারায় ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও সংরক্ষণের দায়ে ‘দাস মিষ্টান্ন ভান্ডার’কে ৪৩ ধারায় ৩ হাজার ৫ শত টাকা এবং মূল্য তালিকা প্রদর্শণ না করার দায়ে ৩৮ ধারায় ‘বিশ্বকর্মা জুয়েলার্স’ কে ১ হাজার ও ‘রমজান মাংস ভান্ডার’কে ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহায়তা করেছেন রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।