আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গণধর্ষণের শিকার এক SSC পরীক্ষার্থী। আটক ৫ ধর্ষক-পলাতক-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ ,২৯ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:০৭ অপরাহ্ণ ,২৯ জানুয়ারি, ২০১৯
রাজবাড়ীতে গণধর্ষণের শিকার এক SSC পরীক্ষার্থী। আটক ৫ ধর্ষক-পলাতক-১

কবির হোসেন-স্টাফ রিপোর্টার।। এসএসসি পরীক্ষার এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ৬ জনরে বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ জন পলাতক।

২৮শে জানুয়ারী-১৯ সোমবার দিনগত রাতে রাজবাড়ী জেলা শহরের ড্রাইস ফ্যাক্টরী এলাকায় জনৈক আমিরুলের পরিত্যাক্ত মেসে এ ঘটনা ঘটে।

পূর্ব প্রেমের ঘটনার জের ধরে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে, রাজবাড়ী সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার সাংবাদিকদের জানান যে- ড্রাইস ফ্যাক্টরী এলাকার সুজন (২২) নামের এক যুবকের সাথে পার্শ্ববর্তী মহাদেবপুর গ্রামের ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাত ১১.টার দিকে সুজন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে রিক্সায় করে আমিরুলের পরিত্যাক্ত মেসে নিয়ে যায়। সেখানে তাকে ড্রাইস ফ্যাক্টরী এলাকার আলামিন (২৪), আকাশ (২৫), বাবু (২৮), মোস্তফা (২৫) ও বড়লক্ষ্মীপুরের ফজলু (৩২) এদের নিকট রেখে কৌশলে কেটে পড়ে। এরপর ওই ৬ জনের মধ্যে ৫ জন তাকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ১ জন বাইরে পাহারায় থাকে। পরে ওই ছাত্রী স্থানীয় দু’জন লোকের সাথে এসে নিজেই থানায় অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করে। প্রেমিক সুজন পলাতক রয়েছে।তবে, অভিযান চলমান রয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়াও সে আদালতে জবানবন্দী প্রদান করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments