মাদারীপুরে জাটকা ইলিশ জব্দ, ৩ ব্যাবসায়ী আটক ও জরিমান আদায়
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ ,২৪ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ণ ,২৫ জানুয়ারি, ২০১৯
নিজস্ব প্রতিনিধি।। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প, জেলা মৎস্য বিভাগ ও মাদারীপুর জেলা প্রশাসন যৌথভাবে চালিয়ে ১১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।এ সময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ বিক্রি ও সরবরাহ করার অপরাধে ৩ জন মৎস ব্যবসায়ী আটক করে অর্থদন্ড প্রদান করেছে।
২৪ জানুয়ারি-১৯ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৬.টা হতে ১০.টা পর্যন্ত মাদারীপুর জেলার সদর ধানাধীন কূলপদ্দি চৌরাস্তা এলাকা এবং কালকিনি থানাধীন মিয়ারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো, (১) মোঃ আরিফ হোসেন(২৫), পিতা-মৃত আমির হোসেন, সাং-ফানাপাড়া, থানা-হিজলা, জেলা-বরিশাল, (২) নাসির সরদার(৩৮), পিতা-মৃত মজিবর হক সরদার, সাং-ফানাপাড়া, থানা-হিজলা, জেলা-বরিশাল, ৩। মোঃ জামাল মাঝি(২২), পিতাঃ মৃত জয়নাল মাঝি, সাং-দুলখোলা, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল।
আটককৃত মোঃ আরিফ হোসেন ও নাসির সরদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাইফুদ্দিন গিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, মাদারীপুর সদর, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক প্রত্যেককে ২৫০০/-টাকা করে সর্বমোট ৫০০০/-টাকা অর্থদন্ড ধার্য করেন।
অন্যদিকে আটকৃত মোঃ জামাল মাঝিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কালকিনি, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ৫০০০/-টাকা অর্থদন্ড ধার্য করেন। উদ্ধারকৃত জাটকা সমূহ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।