আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নামে ‘ফেইক ফেসবুক পেইজ’ বন্ধের নির্দেশ-আওয়ামী লীগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ ,১১ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:০৪ অপরাহ্ণ ,১১ জানুয়ারি, ২০১৯
প্রধানমন্ত্রী নামে ‘ফেইক ফেসবুক পেইজ’ বন্ধের নির্দেশ-আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক।। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ‘ফেইক ফেসবুক পেইজ’ না চালানোর জন্য অ্যাডমিনদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।যদি বন্ধ না করা হয় অন্যথায় অতিসত্বর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ আব্দুস সোবাহান গোলাপ.এমপি’র ১১/১/১২০১৯ ইং তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।

এ ছাড়াও, জনসচেতনার জন্য ‘ইয়াং বাংলা’র ভলান্টিয়ার (আরিফুল ইসলাম আরিফ) Ariful Islam Arif  তার নিজ ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন যে,-

গত কিছু দিন ধরেই আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে –
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ফেইক ফেসবুক পেইজ’ বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেইজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।
বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর একটি ভেরিফাইড ফেসবুক পেইজ (https://www.facebook.com/sajeeb.a.wazed/), শেখ রেহানা’র পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই) এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এর একটি ফেসবুক আইডি (https://www.facebook.com/radwan.siddiq) অফিশিয়ালি চালু আছে – যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।
একই সাথে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে দলটির অফিশিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলোঃ
ফেসবুকঃ https://www.facebook.com/awamileague.1949/
টুইটারঃ https://twitter.com/albd1971
ইউটিউবঃ https://www.youtube.com/user/myalbd
জনসাধারণ ও সাংবাদিক ভাইদের অবগতির জন্য আমরা আবারো জানাচ্ছি যে, বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনা’র কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারোই এখনও অফিশিয়ালি কোন ফেসবুক পেইজ চালু হয় নি। এরকম পেইজগুলোর অ্যাডমিনদেরকে আমরা অনুরোধ করবো পেইজগুলোকে ‘আনঅফিশিয়াল’ (Unofficial)) হিসেবে ঘোষণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন – অন্যথায় আমরা অতিসত্বর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

Comments

comments