আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী কালুখালীর পদ্মা হতে ১৭ জেলে আটক,জাল ও মা ইলিশ জব্দ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ ,১৭ অক্টোবর, ২০১৮ | আপডেট: ৪:৪২ অপরাহ্ণ ,১৭ অক্টোবর, ২০১৮
রাজবাড়ী কালুখালীর পদ্মা হতে ১৭ জেলে আটক,জাল ও মা ইলিশ জব্দ

রাজবাড়ী প্রতিনিধি।। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প, কালুখালী উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন ১৬ অক্টোবর-১৮ বিকেল ৪.টা হেতে রাত সারে ৯.টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন পদ্মা নদী হতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে ১৭ জন জেলেকে আটক করেছে উক্ত যৌথ অভিযানিক দল।

এ সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে ১৬০ কেজি কেজি মা ইলিশ ও ০১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলো, ১। মোঃ হযরত আলী শেখ (৫০), পিতা-মৃত হোসেন আলী শেখ, ২। মোঃ শমসের আলী(৩০), পিতা-মোঃ আজীজ মন্ডল, উভয় সাং-শাহমীরপুর, থানা-রাজবাড়ী, জেলা-রাজবাড়ী ৩। মোঃ মনিরুল ইসলাম (২৫) পিতাঃ মোঃ শাহজাহান আলী ফকির, সাং-চরআথরা, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী ৪। মোঃ তালেব বিশ্বাস (৩০), পিতা-মৃত আইনুদ্দিন বিশ্বাস, ৫। মোঃ সাহেব আলী শেখ (৩২), পিতা-মৃত ইরাদ আলী শেখ, উভয় সাং-রুপসা, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী ৬। মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা-মৃত এসকেন্দার মোল্লা, ৭। মোঃ হাফিজুর রহমান  (৩২), পিতা-মোঃ তোফাজ্জেল হোসেন, ৮। মোঃ আঃ করিম প্রমানিক (৪০), পিতা-মৃত সৈয়দ প্রমানিক উভয় সাং-নারায়নপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা, ৯। মোঃ রিপন মিয়া (২৫) পিতাঃ মৃত মনির হাওলাদার, সাং- পূর্ব সুলতানী, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ১০। মোঃ রাজ্জাক (২৮) পিতা- ময়েজ শেখ, ১১। মোঃ সিদ্দিক মিয়া (২২), পিতা-ময়েজ শেখ, ১২। মোঃ ছালাম (৩৫), পিতা-মৃত মোশারফ শেখ, ১৩। মোঃ কালাম শেখ(২৮), পিতা-মোঃ হাসমত শেখ, সর্ব সাং-চরখলিলপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনা, ১৪। মোঃ আজমীর হোসেন(১৪), পিতা-জামাল মুন্সী, সাং-বারইপাড়া, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ, ১৫। মোঃ আমীর হোসেন (১৯), পিতা-মোঃ সোহরাব হোসেন, সাং-মুরারিপুর, ১৬। ইমুল মন্ডল (১৭), পিতা-মোঃ কোরবান মন্ডল, ১৭। মোঃ আব্দুল আলীম (১৫) উভয় সাং গোপালপুর, সর্বথানা-সুজানগর, জেলা-পাবনা।

আটককৃত ব্যক্তিদেরকে, রাজবাড়ীর কালুথালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে- বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক ১ হতে ১৩ নং ব্যক্তিদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৪ হতে ১৭ নং ব্যক্তিদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে অর্থদন্ড দায়ের করেন।

উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

Comments

comments