নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ আটক-১ ও বিয়ারসহ আটক-১
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ ,৬ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ণ ,৬ সেপ্টেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।। নিষিদ্ধ ও মানব দেহের ক্ষতিকর জিনজেন ২৪ বোতল, রেসফুট সিরাফ ১৩ বোতল, ইনজয় ফ্রুটস ২২ বোতলসহ মোট ৫৯ বোতল যৌন উত্তেজক ওষুধ জব্দ সহ উক্ত দোকানের স্বত্তাধিকারী কাজী মোঃ আবুল খায়ের @ সেন্টু মেম্বার(৫৮) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৫ সেপ্টেম্বর-১৮ বুধবার বেলা ৩.টার সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জুঙ্গুরদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ‘জননী কনফেকশনারী ষ্টোর’ নামক দোকান হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী গ্রামের মৃত কাজী হাসান উদ্দিনের ছেলে।
পরবর্তিতে, উদ্ধারকৃত যৌন উত্তেজক ওষুধসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একইদিন, বিকেল সাড়ে ৪.টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে ১০ ক্যান বিয়ারসহ রাসেল মাতুব্বরকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল। আটক রাসেল হলো, আলমগীর মাতুব্বরের ছেলে।
তাকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাদক মামলা হয়েছে।