আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ডিবি পুলিশ আহত! র‌্যাবের হাতে গ্রেফতার ১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ ,১ এপ্রিল, ২০২৩ | আপডেট: ১১:৩০ অপরাহ্ণ ,২ এপ্রিল, ২০২৩
মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ডিবি পুলিশ আহত! র‌্যাবের হাতে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার।। পাথরঘাটায় অভিযানকালে মাদক কারবারি কতৃক বরগুনা ডিবি পুলিশের এক সদস্য ও দুই সোর্সসহ ৩ জনকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৩ জনের মধ্যে আবদুর রব নামের ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব- ৭ ও ৮।

র‌্যাব ৭ ও ৮ এর যৌথ অভিযানিক দল ৩১ মার্চ-২৩ শুক্রবার অভিযান চালিয়ে কক্সবাজার হতে চট্টগ্রাম যাতায়াত সড়কের পটিয়া-আনোয়ারা সংযোগ সড়কের মোর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানাযায়, গত ১৮/০৩/২০২৩ইং তারিখ দুপুর আড়াইটার দিকে ডিবি পুলিশের একটি আভিযানিক দল বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় মাদক অভিযানকালে মাদক ব্যবসায়ী সৈকত হোসেন ও আব্দুর রব হাওলাদারসহ তার লোকজন দেশিয় অস্ত্র (চাকু) নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের ১ সদস্যসহ পুলিশের ২সোর্স আহত হয়। পরে ডিবি পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উক্ত ঘটনার পরে পাথরঘাটা থানায় ঘটনার সাথে সরাসরি জড়িত ৩ জনকে আসামী করে মামলা করা হয়। এ ঘটনার পর থেকেই আসামীরা পলাতক থাকে।  পরবর্তীতে, র‌্যাব-৮, সিপিসি-১ এর তৎপরতায় ও র‌্যাব-৭ আভিযানিক দলের অভিযানে আসামি আব্দুর রবের অবস্থান সনাক্ত করে তাকে চট্টগ্রাম হতে গ্রেফতার করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আব্দুর রব হাওলাদারের নামে চট্টগ্রাম ও বরগুনা জেলায় ৩টি মাদক মামলা ও পুলিশ সদস্যকে ছুরিকাঘাত মামলাসহ সর্বমোট ৪ টি মামলার এজাহারভূক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

comments