মাদক সেবন করে মাতলামিকালে রাজবাড়ীর ৩ ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার !
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ ,৮ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: ১:৩৭ পূর্বাহ্ণ ,১১ সেপ্টেম্বর, ২০২২
স্টাফ রিপোর্টার।। মাদক সেবন করে মাতলামি করে জনসাধারণের মধ্যে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে রাজবাড়ী জেলা শহরের ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলে- রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর কলেজ রোডের লিয়াকত চৌধুরীর ছেলে ইলিয়াছ চৌধুরী রাব্বি (৪০) ও আজিজুল হকের ছেলে মোঃ মাসুদ (৫৫) এবং মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মেহেদী হাসান(৩৬)। (উল্লেখ্য, এই মেহেদী হাসান মাদক কারবারি হিসেবে বেশ পরিচিত।)
বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর-২২) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার শিমুলিয়া রুপসী বাংলা হোটেলের সামনে পাকা সড়কের উপর থেকে তাদেরকে গ্রেফতার করে।
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া থানার এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন- মাদক সেবণ করে নেশাগ্রস্থ হয়ে হৈ-হুল্লা করে শান্তি বিনষ্ট করায় ওই ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের ওয়াশ করা হয়। এ ঘটনায় লৌহজং থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।