কালুখালীর মাদক কারবারি মোটরসাইকেলে পাচারকালে ৩৪৬ বোতল ফেন্সিডিলসহ ফরিদপুরে আটক
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ ,২১ আগস্ট, ২০২২ | আপডেট: ২:২৭ পূর্বাহ্ণ ,১ সেপ্টেম্বর, ২০২২
স্টাফ রিপোর্টার।। মোটরসাইকেল যোগে পাচারকালে ৩৪৬ বোতল ফেন্সিডিল সহ মোঃ হৃদয় মন্ডল (২১) নামে এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
সোমবার (২০শে আগষ্ট-২২) সকাল পৌনে ৮ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আব্দুল মান্নান মোল্লা দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে চলন্ত মোটরসাইকেল থামিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হৃদয়- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাছবাড়ি গ্রামের মোঃ সালাম মন্ডলের ছেলে।
র্যাব জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে ফেন্সিডিল চালান নিয়ে সালথা থানা এলাকা হতে ফরিদপুর শহরের দিকে আসতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম ও স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২০শে আগষ্ট-২২) সকাল পৌনে ৮ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর বাজার অবস্থান কালে একজন ব্যক্তি মোটরসাইকেল যোগে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আব্দুল মান্নান মোল্লা দাখিল মাদ্রাসা সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে ৩৪৬ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মটরসাইকেল ও ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় তারা সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত মোটরসাইকেল যোগে সালথা হতে ফেন্সিডিল চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন | থানা এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় | মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।