গোপালগঞ্জের মুকসুদপুর হতে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ ,২৬ আগস্ট, ২০২২ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ণ ,১ সেপ্টেম্বর, ২০২২
স্টাফ রিপোর্টার।। ১০০ পিছ ইয়াবাসহ মোঃ আল-আমিন(২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে মাদারীপুর র্যাব-৮। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়- গোয়েন্দা সংবাদের প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার ও স্কোয়াড কমান্ডার এএসপি তুহিন রেজার নেতৃত্বে অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (২৬শে আগষ্ট-২২) দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ননীক্ষির ইউপি ৭ নং ওয়ার্ড জলিরপাড় ব্রীজের পশ্চিম পাশে রাস্তার উপর হতে তাকে আটক করে।
আটককৃত আল-আমিন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় (ওয়ার্ড-১) গ্রামের আবুল খায়ের ও জাহানারা বেগমের ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।