আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থা ধরায় লম্পট দুল কতৃক স্বামীকে হত্যার হুমকি!


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ ,২ জুলাই, ২০২২ | আপডেট: ১:৪২ পূর্বাহ্ণ ,৪ জুলাই, ২০২২
কালুখালীতে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থা ধরায় লম্পট দুল কতৃক স্বামীকে হত্যার হুমকি!

বিধান কুমার।।  স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক কারীকে হাতেনাতে ধরায় স্বামী বাবুল শেখকে মারধর পূর্বক হত্যার হুমকি দিয়েছে একই এলাকার লম্পট দুলু শেখ।

গত ২৪ শে জুন দিবাগত রাত ৯ টার দিকে  রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবাড়ীয়া গামে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

থানার অভিযোগ সুত্রে জানাযায়, কালুখালীর মদাপুর ইউনিয়নের ধুবাড়ীয়া গ্রামের মৃত করিম শেখের ছেলে দুলু শেখ (৪০) একই এলাকার মোঃ জালাল শেখের ছেলে বাবুল শেখ (৩৫) এর বসত বাড়িতে এসে তার স্ত্রী’র সঙ্গে দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক করে আসতেন। গত ২৪ শে জুন বাবুল শেখ বাজার হতে চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ীতে আসলে দুলু শেখ ও তার স্ত্রী’র অবৈধ সম্পর্ক অবস্থায় দেখতে পান। বাবুলকে দেখেই দুলু শেখ কোমড় লক্ষ্য করে লার্থী মেরে পালিয়ে যান। বাবুল শেখের চিৎকার চেচামেচিতে পরিবারের অনান্যরা এগিয়ে আসলেও দুলু শেখকে ধরতে পারেন নাই। ঘটনার বিষয় নিয়ে রাজবাড়ী বিজ্ঞ আদালতে মামলা করবার বিষয়ে সমাজের উপস্থিত লোকদের সঙ্গে আলোচনা করেন বাবলু। পরদিন ২৫ শে জুন বহরপুর বাজার থেকে বাড়ী ফেরার পথে অতর্কিত হামলা শিকার হয় বাবলু। মারধরের পর তারা প্রকাশ করে যায়, গতরাতের বিষয়ে যদি কোন আলোচনা বা কোথাও কোন অভিযোগ করে তাহলে তাকে মেরে ফেলা হবে। পরদিন রাজবাড়ী বিজ্ঞ আদালতে বাবলু মামলার জন্য রাজবাড়ীতে পৌছালে ধুবাড়ীয়া স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ইব্রাহিম ওরফে মুসা বসে সমাধান করার লক্ষ্যে ফিরে আসতে বলেন। বাবুল দুপুরে বাড়ী ফিরে আসেন। অন্যদিকে বিকালে বাবুলের স্ত্রী কাওকে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে যায়। ইব্রাহীম ও রতন মাষ্টারসহ দুলু শেখের পক্ষের লোক বাবুলের বাড়ীতে এসে ইব্রাহিম ওরফে মুসা ২ লক্ষ টাকার বিনিময়ে সমাধানের চেষ্টা করে। বাবুল, তার স্ত্রীকে ফিরিয়ে না দিলে বা ফিরে না আসলে সমাধান করবেন না বলে জানালে সমাধানে ব্যার্থ হন সমাজের মাতুব্বাররা।

পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পাওয়ায় বাবুল শেখের স্ত্রী’র সঙ্গে দুলুর অবৈধ সম্পর্ক থাকা স্বত্বেও ধরা পরার পর বাবুল শেখকে মারপিট করার অভিযোগ ও স্ত্রীকে গুম করার অভিযোগ এনে কালুখালী থানায় দুলু শেখকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন।

বাবুল শেখ বলেন, এ বিষয়ে বলবার মতো কোন ভাষা জানা নেই আমার। আমার সুখের সংসার ভাঙার জন্য দুলু উঠেপড়ে লেগেছে। সে এই ধরনের আকাম করা স্বত্বেও আবার আমার স্ত্রীকে গুম করে রেখেছে।  আমি আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। এবং সঠিক তদন্ত পূর্বক লম্পট দুলুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাবুলের ক্লাস সেভেনে পড়ুয়া মেয়ে বলেন, আমিও এর আগে খারপ অবস্থায় দেখেছি।  দুলু আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছ। তাই ভয়তে আমি কাওকে কিছু বলি নাই।

এ ব্যপারে স্থানীয়রা নাম প্রকাশ না করা স্বত্বে জানান,  দুলু শেখ শুধু বাবুলে বৌয়ের সঙ্গে নয় একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করায় অনেক সংসার ধ্বংস করেছে।  এলাকার বড়লোক হওয়ায় যা খুশি তাই করে এই দুলু।  ওর বিচারের মাধ্যমে কঠিন শ্বাস্তি হওয়ার দরকার।

এ বিষয়ে অভিযুক্ত দুলু ঘটনা অস্বীকার করলেও এই প্রতিবেদকের প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নাই, এমন কী পত্রিকায় যাতে কোন রিপোর্ট না হয়, সে জন্য রিপোর্টারকে ১০ হাজার টাকার উপটোকনের অফার করেন।

 এ ঘটনার অভিযোগের বিষয়ে জানতে, ২রা জুলাই শনিবার বিকেল ৫ টা ৩৬মিনিটে কালুখালী থানার ওসিকে মুঠোফোনে কল করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Comments

comments