আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীর বলইবুনিয়া হতে গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ ,২৭ জুলাই, ২০২১ | আপডেট: ২:০৮ পূর্বাহ্ণ ,৩০ জুলাই, ২০২১
পটুয়াখালীর বলইবুনিয়া হতে গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ১

স্টাফ রিপোর্টার।। ৯৩৫ গ্রাম গাঁজাসহ মোঃ মিরাজ খান(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮। এ সময় তার নিকট হতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকৃত ব্যক্তি- পটুয়াখালীর গলাচিপা উপজেলার বলইবুনিয়া গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে।

ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ২৭ জুলাই-২১ইং তারিখ বিকেল পৌনে ৬ ঘটিকায় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বলুইবুনিয়া ৭নং ওয়ার্ড সাকিনস্থ খান বাড়ির কালবার্টের উপর থেকে তাকে আটক করে।

র‌্যাব ক্যাম্প জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

Comments

comments