বরগুনার বামনায় র্যাবের হাতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ ,৫ জুলাই, ২০২১ | আপডেট: ২:৫০ পূর্বাহ্ণ ,১৩ জুলাই, ২০২১
স্টাফ রিপোর্টার।। ৪৪০ গ্রাম গাঁজাসহ মোঃ রফিকুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন ও ১টি মটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- বরগুনা জেলার বামনা উপজেলার বেলজানী পশ্চিম বলইবুনিয়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুন-২০২১ তারিখ বিকেল ৫ ঘটিকায় বরগুনা জেলার বামনা থানাধীন পশ্চিম বলইবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তার নিজ বসত বাড়ির উত্তর পাশ হতে তাকে আটক করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার বামনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বরগুনা জেলার বামনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।