আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূয়া ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণাকালে র‌্যাবের হাতে ৩ প্রতারক আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ ,২২ জুন, ২০২১ | আপডেট: ২:৪২ পূর্বাহ্ণ ,২৩ জুন, ২০২১
ভূয়া ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণাকালে র‌্যাবের হাতে ৩ প্রতারক আটক

স্টাফ রিপোর্টার।। বৃটিশ আমলের ম্যাগনেটিক সীমানা পিলার দিয়ে অভিনব প্রতারণাকালে প্রতারক চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে পটুয়াখালী র‌্যাব।

বরগুনা জেলার আমতলী উপজেলার ৪নং হলুদিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড ছোনাউটা গ্রামের মৃত আনিছ ফকিরের ছেলে মুছা ফকির (২৬) এর পরিত্যক্ত বসত বাড়ির ওঠানের উপর কতিপয় ব্যক্তি কথিত বিট্রিশ আমলের সীমানা পিলার ক্রয়/বিক্রয় করিতেছে। এমন প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহানের নের্তৃত্বে গত ২৩শে মে-২০২১ তারিখ আনুমানিক দুপুর আড়াই ঘটিকায় উক্ত স্থানে অভিযান চালিয়ে ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- বরগুনা জেলার আমতলী উপজেলার পঞ্চকোরালিয়া গ্রামের মৃত আঃ মালেক প্যাদার ছেলে মোঃ আল আমিন প্যাদা (২৭), ছোট নীলগঞ্জ গ্রামের মৃত আইজউদ্দিন মোল্লার ছেলে নূর আলম মোল্লা (৬৫) এবং আরপাঙ্গাশিয়া গ্রামের আজাহার হাওলাদারের ছেলে মোঃ জামাল হাওলাদার (৪৫)।

র‌্যাব ও এলাকাবাসী সূত্রে জানাযায়, আসামীরা দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট পিলার দিয়ে প্রতারণা করে আসছিল। কথিত আছে এই পিলার একটি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক যা তৈরি করা হয়েছে বৃটিশ আমলে। এই পিলারের গায়ে খোদাই করে লেখা আছে ঊঅঝঞ ওঘউওঅ ঈঙ “১৮১৮”। প্রচলিত আছে একটি পিলারের মূল্য অর্ধকোটি টাকার উপরে। তারা দেশের বিভিন্ন প্রান্ত হতে বড় ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে। হ্যান্ড গ্লাভস, চশমাসহ বিভিন্ন বেশ ধারণ করে আকর্ষণীয় সব কৌশলে প্রমান করার চেষ্টা করে এটি অনেক ক্ষমতা সম্পন্ন। আসলে এটি একটি ধাতব দ্রব্য মাত্র, যার কোন অলৌকিক চুম্বকীয় ক্ষমতা নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড়, বড় ব্যবসায়ীরা এই পিলার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন এবং সর্বস্ব হারিয়েছে অনেক সাধারণ মানুষ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করে।

Comments

comments