আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিপুরে মদ ব্যবসায়ী কামাল পটুয়াখালী র‌্যাবের হাতে গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ ,১৭ মে, ২০২১ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ণ ,২১ মে, ২০২১
মহিপুরে মদ ব্যবসায়ী কামাল পটুয়াখালী র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। ৩২ কেজি ২৫০ পঞ্চাশ গ্রাম বাংলা মদসহ মোঃ কালাম হোসেন(৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সে একজন বাস চালকও।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহানের নের্তৃত্বে ১৭ই মে-২১ সোমবার দুপুর আনুমানিক সোয়া ৩ ঘটিকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন আমখোলা পাড়া সাকিনস্থ জনৈক সিকান্দার হাওয়ালাদারের পরিত্যক্ত দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তি- পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার পূর্ব আলীপুর গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

Comments

comments