পটুয়াখালী র্যাবের হাতে ১জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ ,৮ মে, ২০২১ | আপডেট: ২:৪৩ পূর্বাহ্ণ ,৯ মে, ২০২১
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ ,৮ মে, ২০২১ | আপডেট: ২:৪৩ পূর্বাহ্ণ ,৯ মে, ২০২১
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহানের নেতৃত্বে ৮ মে-২১ শনিবার বিকেল ৫ ঘটিাকার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার সদর থানাধীন টাউন জৈনকাঠী সাকিনস্থ মেয়রের ডকের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হতে ২০ গ্রাম
গাঁজা সহ মোঃ আল আমিন সরদার (২৫) কে গ্রেফতার করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যাক্তি- পটুয়াখালী জেলা সদরের টাউন জৈনকাঠী গ্রামের মোঃ জাহাঙ্গীর সরদারের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।