আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেইসবুকে উগ্রবাদী কর্মকান্ড পরিচালনার দায়ে বালিয়াকান্দিতে র‌্যাবের হাতে গ্রেফতার ২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ ,৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ণ ,২ এপ্রিল, ২০২১
ফেইসবুকে উগ্রবাদী কর্মকান্ড পরিচালনার দায়ে বালিয়াকান্দিতে র‌্যাবের হাতে গ্রেফতার ২

বালিয়াকান্দি সংবাদদাতা।। ফেইসবুকে উগ্রবাদী কর্মকান্ড পরিচালনার দায়ে বালিয়াকান্দির বহরপুরে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ঢাকা ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তাদের নিজবাড়ী থেকে ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মন্ডলের ছেলে আশিক মন্ডল (২৫) ও বহরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ শাকিল শেখ (১৯)।

ঢাকা টিকাটুলী র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোঃ মোকলেছুর রহমান জানান- গ্রেফতারকৃতরা মোবাইল ও কম্পিউটারের সহযোগিতায় বিভিন্ন ফেইসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব বিনষ্টকরণসহ সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ দাওয়াতি পরিচালনা করে আসছিল।এ বিষয়ে তদন্ত পূর্বক সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন- এব্যাপারে বুধবার সন্ধ্যায় ঢাকা টিকাটুলী র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোঃ মোকলেছুর রহমান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫। ধারা-৮/১৯, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধনী ২০১৩। মামলাটি তদন্ত করবেন বালিয়াকান্দি থানার এসআই ওয়াহিদুজ্জামান.পিপিএম।

Comments

comments