পাংশায় ড্রেজার পাইপ ধ্বংস করাসহ করাতকল ও ইটভাটাকে ৬০হাজার টাকা অর্থদণ্ড
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ ,১৩ মার্চ, ২০২১ | আপডেট: ২:২০ পূর্বাহ্ণ ,১৫ মার্চ, ২০২১
বিধান কুমার।। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলার মধ্য দিয়ে বহমান গড়াই নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিলেন প্রভাবশালী বালু দস্যুর একটি চক্র।
এলাকাবাসীদের অভিযোগে ১৩ই মার্চ-২১ শনিবার দুপুরে পাংশা উপজেলার নির্বাহি কর্মকর্তা মোহাম্মাদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি ড্রেজারের ৩শত মিটার পাইপ ধ্বংস করেন।
পরবর্তীতে কসবামাজাইল গ্রামের বাইপাস সংলগ্ন বাইপাস সড়কের জায়গা দখল করে গাছের গুঁড়ী রাখায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা আইন-২০১২ আইনে ২টি করাতকলকে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই দিনে, পাট্টা ইউনিয়নে জোনা পাট্টায় অবস্থিত আরএমবি ব্রিকসে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ও ৩ ফসলি সরোজমিন জমি থেকে মাটি কেটে ভাটায় নেওয়ার অপরাধে-ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ র ৫ ধারার অপরাধে ১৫ ধারায় ভাটা মালিক শহিদুল কে ৬০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার সাব-ইন্সপেক্টর হীরু বড়ুয়া ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।