পটুয়াখালী র্যাবের অভিযানে দুমকী হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ ,৩ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ৯:৪৮ অপরাহ্ণ ,৯ ফেব্রুয়ারি, ২০২১
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র এএসএসপি মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে ১লা ফেব্রুয়ারি-২১ সোমবার সকাল ১১.টার দিকে পটুয়াখালী জেলার দুমকী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামী- পটুয়াখালী জেলার দুমকী উপজেলার তক্তাখালী গ্রামের মৃত কাসেম আলী ঘরামীর ছেলে মোঃ হাবিব ঘরামী (৪৫)।
র্যাব জানায়- সে পটুয়াখালী জেলার দুমকী থানাধীন পাংগাশিয়া মাদ্রাসা এলাকায় (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, পটুয়াখালী, স্মারক-১০৭ তারিখ ২৬/০১/২০২১ইং) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, পটুয়াখালী, স্মারক-১০৭ তারিখ ২৬/০১/২০২১ইং মূলে হস্তান্তর করা হয়।