আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশা ও কালুখালিতে অবৈধ ইট ভাটায় অভিযান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ ,২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২:২০ পূর্বাহ্ণ ,২২ ডিসেম্বর, ২০২০
রাজবাড়ীর পাংশা ও কালুখালিতে অবৈধ ইট ভাটায় অভিযান

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনায় জনস্বার্থে পাংশা ও কালুখালি উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সংবাদটি ডিসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানাগেছে, তবে অর্থদন্ডকৃত ও বিনষ্ট কৃত কোন ভাটার নাম-ঠিকানা ও মালিকের নাম উল্লেখ করা হয় নাই।

২১ ডিসেম্বর ২০ সোমবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানায়- অবৈধভাবে ইটভাটা স্থাপন সহ অবৈধ পদ্ধতিতে ইট প্রস্তুত ও অন্যান্য অভিযোগে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন ২০১৯” এর অধীন ৩টি মামলায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর অধীনে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ মোট ৪টি মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ২টি ইটভাটার অবৈধ চুল্লিসহ সংশ্লিষ্ট স্থাপনা বুলডোজার দিয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন- ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, ও রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালকসহ র‍্যাব-০৮ এরএকটি চৌকস দল এবং জেলা পুলিশের একটি টিম।

Comments

comments