আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে পটুয়াখালীর কলাপাড়া হতে অবৈধ কচ্ছপ ব্যবসায়ী গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ ,১৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১:১৬ পূর্বাহ্ণ ,১৮ অক্টোবর, ২০২০
র‌্যাবের অভিযানে পটুয়াখালীর কলাপাড়া হতে অবৈধ কচ্ছপ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।  ১৮টি কচ্ছপ উদ্ধারসহ সুব্রত বিশ্বাস (৫৫) নামের একজন কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। যাহার সর্বমোট ওজন ১৮ কেজি।

সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসা চালিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে, ‌র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ১৬ অক্টোবর-২০ শুক্রবার দুপুর ১.টার দিকে পটুয়াকালী জেলার কলাপাড়া থানাধীন পাখিমারা বাজার হতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যাক্তি- পটুয়াকালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৫ নংওয়ার্ডের পাখিমারা গ্রামের মৃত নগেন বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (৫৫)।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments