আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে ট্রাক দালাল চক্রের ৬ সদস্য গ্রেফতার, বাকীন ও আমজাদের নেতৃত্বে গড়ে উঠা নব্য দালাল চক্র


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ ,১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ৩:০১ পূর্বাহ্ণ ,১৫ অক্টোবর, ২০২০
দৌলতদিয়া ঘাটে ট্রাক দালাল চক্রের ৬ সদস্য গ্রেফতার, বাকীন ও আমজাদের নেতৃত্বে গড়ে উঠা নব্য দালাল চক্র

গোয়ালন্দ সংবাদদাতা।। স্থানীয় আমজাদ ও আত্নসর্মনকারী জেল ফেরা সর্বহারার নেতা বাকীরনর নেতৃত্বে- ‘দৌলতদিয়া ঘাটে বিআইডাব্লিউটিসির ফেরির টিকিট বুকিং কাউন্টার ঘিরে গড়ে ওঠা ট্রাক দালালচক্র ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। এদের প্রতিহত করতে, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে ১৩ অক্টোবর-২০ মঙ্গলবার দিবাগত রাতে দৌলতদিয়া ঘাটে অভিযান চালিয়ে ট্রাক দালাল চক্রের ৬ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে করেছে উক্ত থানা পুলিশের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- ১) সবুজ মোল্লা, ২) রজব আলী মোল্লা, ৩) ইমদাদ খান, ৪) মাসুদুর আলম রানা, ৫) রুবেল মোল্লা ৬) মান্নান সরদার। তাদের সবার বাড়ি গোয়ালন্দ উপজেলা এলাকার বিভিন্ন গ্রামে।

ফেরির টিকিট সংগ্রহের পাশাপাশি সিরিয়াল ভেঙে দ্রুত ফেরিপার করে দেয়ার কথা বলে ঢাকাগামী বিভিন্ন পণ্যবাহী ট্রাকচালকদের জিম্মি করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। পরদিন আজ বুধবার দুপুরে ওই ছয় দালালকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়। গ্রেফতারকৃতরা এ সময় অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন ওই ভ্রাম্যমাণ আদালত।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘দৌলতদিয়া ঘাটে বিআইডাব্লিউটিসির ফেরির টিকিট বুকিং কাউন্টার ঘিরে গড়ে ওঠা ট্রাক দালালচক্র ফের সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। গ্রেফতার ওই ৬ জনই ট্রাক দালাল চক্রের সক্রিয় সদস্য।’ দৌলতদিয়া ঘাট দালালমুক্ত করতে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

স্থানীয় এলাকাবাসীসূত্রে জানাযায়- দৌলতদিয়া ঘাট এলাকার নব্য চাঁদাবাজ বাকীন ও আমজাদের নেতৃত্বে গ্রেফতারকৃতরা ওই সকল দালালরা ফলের ট্রাকসহ বিভিন্ন ট্রাক পারাপারে দালালি ও চাঁদাবাজি করে চলছে। এরা মাদক ব্যবসার সাথেও জড়িত। চরমপন্থি সর্বহারার নেতা বাকীন সরকারের কাছে আত্নসর্মন করেছিল। সাধারন ক্ষমায় জেল থেকে বেড়িয়ে এসে ফের বিভিন্ন অপরাধারে সাথে জড়িয়ে পড়েছে। ঘটের এই দালাল চক্রকে নির্মূলের জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করতে সম্প্রতি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ ও মানবন্ধন করেছে।

Comments

comments