পাংশায় চাঁদাবাজী মামলার ৭ পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ ,৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ণ ,৪ অক্টোবর, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। চাঁদাবাজি ও ভেকু মেশিন পোড়ানোর অভিযোগে রাজবাড়ীর পাংশায উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জালালউদ্দীন বিশ্বাসসহ মোট ২৪ জন নেতাকর্মীর নামে ২/১০/২০২০ইং তারিখে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাংশা থানায় মামলা নং ০১।
উক্ত মামলার ৭ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। ৩ রা অক্টোবর-২০ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- পাট্টা গ্রামের মৃত ইন্তাজ আলী খাঁর ছেলে উজির আলী খাঁ (৪৫), গুধিবাড়ী গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে কামাল বিশ্বাস (৩৮), পাট্টা গ্রামের মোসলেম সরদারের ছেলে নান্নু সরদার (৩০), মাগুরাডাঙ্গী গ্রামের আবুল কমিশনারের ছেলে আব্দুল রাজ্জাক ওরফে রাজাই (৩৮), সত্যজিতপুর গ্রামের রাম প্রসাদ পালের ছেলে পলাশ পাল (২৬) ও একই গ্রামের মোঃ জালাল শিকদারের ছেলে মোঃ রাসেল শিকদার (২৫) এবং চর ঝিকরী (পশ্চিম পাড়া) গ্রামের মোঃ আবুল হোসেন মোল্লা ওরফে আবুল মোল্লা ছেলে মোঃ আকমল হোসেন মোল্লা ওরফে আকমল মোল্লা (৩৫)।
থানা সূত্রে জানা যায়, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনা ও তত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে এসআই হুমায়ুন রেজা ও এসআই কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গত ২ অক্টোবর-২০ শুক্রবার রাতে পাংশা উপজেলা বিভিন্ন স্থান থেকে আসামিদের কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে, মামলার বাদী ইদ্রিস মন্ডল বলেন, ঘটনাটি ২০১৮ সালের অক্টোবর মাসে ঘটলেও তখন মামলা করার মত পরিস্থিতি ছিলো না। যার কারনে থানা কোর্টেও অভিযোগ করিনি তবে বর্তমান পরিস্থিতি ভালো হওয়ায় ২/১০/২০২০ তারিখে পাংশা মডেল থানায় মামলাটি দায়ের করি।